ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে এ মহাসড়কে বাইমাইল এলাকায় একটি ব্রিজের পাটাতন ভেঙে পড়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। পরে দুপুর ১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গাজীপুর সিটি কর্পোরেশনের বাইমাইল এলাকায় একটি ব্রিজের পাটাতন ভেঙে পড়লে মহাসড়কের এক লেন দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ব্রিজের পাটাতন মেরামত করলে দুপুর ১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসেন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/ ১০ মে ২০১৭/আরাফাত