চাঁদা না দেওয়ায় ও অসামাজিক কার্যকলাপে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের আবিরপাড়া গ্রামের সংরক্ষিত নারী ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ছাহেরা বেগমের (৪৫) উপর স্থানীয় বিএনপি সমর্থিত একদল সন্ত্রাসী হামলা করার অভিযোগ পাওয়া গেছে। এসময় সন্ত্রাসীরা ইউপি সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করে ব্যাপক মারধর করে। একপর্যায়ে সন্ত্রাসীরা ইউপি সদস্যের বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এতে বাধা দিতে গেলে সন্ত্রাসীরা ইউপি সদস্যের ছেলেমেয়েদের বেদম মারধর করে। এতে ইউপি সদস্যসহ ৪ জন আহত হয়েছেন। আজ সকালে উপজেলা আবিরপাড়া গ্রামের ধোপা বাড়ির মোড়ে এ ঘটনা ঘটে।
আহত ইউপি সদস্য ছাহেরা বেগমকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে খবর পেয়ে সোনাইমুড়ি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় হামলা কারীদের বিরুদ্ধে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
হাসপাতালের বেডে শুয়ে আহত ছাহেরা বেগম জানান, গত বছর আমি আওয়ামী লীগের সমর্থনে জনগণের ভোটে সংরক্ষিত আসন থেকে ইউপি সদস্য নির্বাচিত হই। এতে স্থানীয় বিএনপি সমর্থক ও একই এলাকার কাদিরা, পলাশ, করিম, মোহন, রায়হান, মোজা ও ওদুদ আমার উপর ক্ষুদ্ধ ছিল। এনিয়ে তারা আমার কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং তারা এলাকায় বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত। আমি এতে বাধা দেওয়ায় তারা আমার উপর হামলা করে।
সোনাইমুড়ি থানার ওসি ইসমাইল মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছি। এর আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে মহিলার গায়ে হাত দেওয়া তাদের উচিত হয়নি। ঘটনাটি রাজনৈতিক নয় বলেও তিনি জানান এবং এ ঘটনায় ভিকটিমরা এখনো মামলা দেয়নি। মামলা দিলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার