পুলিশের সঙ্গে আসামির স্বজনদের ধস্তাধস্তির সময় পুলিশের গুলিতে এক স্কুলছাত্র আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের বেলকুচিতে। আহত স্কুলছাত্রকে প্রথমে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত মঞ্জুর আলম শুভ (১৫) উপজেলা উত্তর চন্দনগাতি গ্রামের জুয়েল আকন্দের ছেলে ও স্থানীয় একটি স্কুলের ১০ শ্রেণির ছাত্র।
বেলকুচি থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে একজন কনস্টেবল সঙ্গে নিয়ে উপ-পরিদর্শক নাজমুল হক মোটর সাইকেলযোগে মাদক মামলার আসামি চন্দনগাতি গ্রামের রমজান আলীর বাড়িতে গিয়ে তাকে আটক করেন। তাকে মোটর সাইকেলে তুলে থানায় নিয়ে আসার পথে স্থানীয় নারী-পুরুষরা আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। তারা মোটর সাইকেল ফেলে দিয়ে উপ-পরিদর্শক নাজমুল হককে কিলঘুষি মারতে থাকে। এক পর্যায়ে উপ-পরিদর্শকের পিস্তলের একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে মঞ্জুর আলম শুভ আহত হয়। তবে আসামি রমজানকে শেষ পর্যন্ত থানা হেফাজতে আনতে সমর্থ হয় পুলিশ।
এদিকে স্কুলছাত্র গুলিবিদ্ধ হওয়ার সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর আলম হাসপাতালে তাকে দেখতে যান।
সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফয়সাল আহম্মেদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডান পায়ের উপরিভাগে গুলিবিদ্ধ অবস্থায় শুভকে হাসপাতালে আনা হয়। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করায় রোগীকে নিয়ে তার স্বজনরা রাত সাড়ে ৯টার দিকে হাসপাতাল ত্যাগ করেছেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ