ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার ঘটনায় হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখি উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিন পেয়েছেন। গ্রেফতারের চার মাস পর তিনি বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে বেরিয়ে আসেন।
কারাগারের জেলার নূরুন্নবী ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৩ মার্চ বিচারপতি নাঈমা হায়দার ও আবু তাহের সাইফুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। তবে আঁখির বিরুদ্ধে দায়ের হওয়া মামলার নম্বর ও ধারা বিভ্রাটের কারণে তিনি দীর্ঘ বিলম্বে কারামুক্ত হন
প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি বিকেল ৩টায় রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরদিন শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/ ১২ মে ২০১৭/আরাফাত