আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জে সংসদীয় আসনে অংশ নিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি’র সম্ভাব্য প্রার্থীরা দৌড়ঝাপ শুরু করেছেন। এদের মধ্যে এলাকায় কারও তেমন জনপ্রিয়তা না থাকলেও দলের মধ্যে গ্রুপিং সৃষ্টি করে সুবিধাবাদী কিছু পাতি নেতা জোগার করে নিজেদের এমপি প্রার্থী হিসেবে জাহির করছেন। ইতিমধ্যে আওয়ামী লীগের কয়েকজন ব্যক্তি আগামী নির্বাচনে এমপি প্রার্থী হবেন বলে সাংবাদিকদের কাছে ঘোষণাও করেছেন।
এমপি পদে আওয়ামী লীগের যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বর্তমান সংসদ সদস্য মোঃ আব্দুল ওদুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক সদর উপজেলা চেযারম্যান আলহাজ্ব মোঃ রুহুল আমিন, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ এরফান আলী, তরুণ শিল্পপতি মোঃ সামিউল হক লিটন এবং আব্দুল লতিফ। এই আসনে বিএনপি’র প্রার্থী হবেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ হারুনুর রশিদ। এছাড়া জামায়াত দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করতে না পারলেও ঢাকা মহানগর জামায়াত নেতা নূরুল ইসলাম বুলবুল স্বতন্ত্র প্রার্থী হবেন বলে শোনা যাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে বর্তমান সংসদ সদস্য মুহাঃ গোলাম মোস্তফা বিশ্বাস, সাবেক সংসদ সদস্য মুহাঃ জিয়াউর রহমান ও জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মোঃ আফসার আলী, নাচোল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের ও ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. আশরাফুল আলম চুনু আ’লীগের প্রার্থী হবেন বলে শোনা যাচ্ছে।
অপরদিকে বিএনপি থেকে কেন্দ্রীয় যুবদলের অর্থ সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া ও সাবেক গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান খুরশিদ আলম বাচ্চু প্রার্থী হবেন বলে গুঞ্জন উঠেছে।
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসন থেকে বর্তমান সংসদ সদস্য মোহাঃ গোলাম রাব্বানী, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব) মোহাম্মদ এনামুল হক, ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিন এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল আওয়ামী লীগের প্রার্থী হবেন বলে শোনা যাচ্ছে।
এছাড়া গুঞ্জন রয়েছে একজন সচিব এবং একজন পুলিশ সুপার চাকরী ছেড়ে আওয়ামী লীগের প্রার্থী হতে পারেন। এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক হুইপ অধ্যাপক শাহজাহান আলী মিয়ার নাম শোনা যাচ্ছে।
বিডি প্রতিদিন/১২ মে ২০১৭/হিমেল