জাতীয় নির্বাচনের কাউন্ট-ডাউন শুরু না হলেও দেশজুড়ে রাজনৈতিক দলগুলোতে নির্বাচনী ইমেজ বইতে শুরু হয়েছে। বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনী হিসেব নিকেশ শুরু হয়েছে। এক্ষেত্রে পিছিয়ে নেই আন্দোলন-সংগ্রামের সূতিকাগার হিসেবে পরিচিত চট্টগ্রামও।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূপকল্প ২০৩০ ঘোষণার পর থেকেই তাদের দূর্গে এই আমেজের মাত্রা খানিকটা বেড়েই গেছে। চলছে আগামী একাদশ জাতীয় নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে জল্পনা-কল্পনা। এবারের নির্বাচনে নতুন-পুরাতন প্রার্থীর সমন্বয় ঘটবে বলে জানা যায়।
বিএনপির একাধিক সূত্রে খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম -১ আসন, স›দ্বীপে বিএনপির সম্ভাব্য প্রার্থীর তালিকায় রয়েছেন সাবেক এমপি মোস্তফা কামাল পাশা। মীরসরাই আসনের সম্ভাব্য প্রার্থীর তালিকায় রয়েছেন এমডি কামাল উদ্দিন, সীতাকুন্ড আসনে রয়েছেন-আসলাম চৌধুরী। বর্তমানে তিনি জেলে রয়েছেন। আগামী নির্বাচনের আগে মুক্তি না মিললে এ ক্ষেত্রে এল কে সিদ্দিকী পরিবারের কোন সদস্যের নাম নির্ধারণ হতে পারে।
ফটিকছড়ি থেকে সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফরহাদ কাদের চৌধুরী ও কেন্দ্রীয় বিএনপি নেতা কাদের গণি চৌধুরীর নাম শোনা যাচ্ছে। হাটহাজারী আসনে সাবেক এমপি ও মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন, তার ছেলে ব্যারিষ্টার মীর হেলাল, সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিষ্টার শাকিলা ফারজানা ও চাকসু জিএস এসএম ফজলুল হকের সম্ভাবনা রয়েছে। রাউজানে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, গোলাম আকবর খোন্দকার, রাঙ্গুনীয়ায় হুম্মাম কাদের চৌধুরী অথবা ফরহাদ কাদের চৌধুরী, বোয়ালখালীতে এম মোরশেদ খান, আনোয়ারা কর্ণফুলীতে সরোয়ার জামাল নিজাম ও জালাল উদ্দিন আহমেদ, পটিয়ায় গাজী শাহ জাহান চৌধুরী জুয়েল, এনামুল হক এনাম ও ইদ্রিস মিয়া, চন্দনাইশে জোটগত নির্বাচন হলে এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমদ বীরবিক্রমই হবেন একক প্রার্থী। তা না হলে নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন অথবা ডা. মহসিন জিল্লুর রহমান মনোনয়ন পেতে পারেন।
সাতকানিয়া-লোহাগাড়া আসনে সাতকানিয়া বিএনপির সভাপতি আবদুল গাফফার চৌধুরী অথবা গার্মেন্ট ব্যবসায়ী নাজমুল মোস্তফা আলী মনোনয়ন পেতে পারেন। বাঁশখালী আসনে সাবেক এমপি ও মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী অথবা ইফতেখার উদ্দিন চৌধুরী মহসিন মনোনয়ন লাভের সম্ভাবনা রয়েছে। এছাড়া এই আসনে গন্ডামারার ইউপি চেয়ারম্যান লিয়াকত আলীর নামও জল্পনা চলছে।
এদিকে চট্টগ্রাম নগরীর তিন আসনের মধ্যে বাকলিয়া - কোতোয়ালী আসনে বিএনপির একক প্রার্থী হিসেবে ডা. শাহাদাত হোসেন মনোনয়ন লাভের সম্ভাবনা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। খুলশী-পাঁচলাইশ আসনে আবদুল্লাহ আল নোমান ও বন্দর-পতেঙ্গা আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরী একক মনোনয়ন লাভ করবেন বলে জানা যায়।
বিডি-প্রতিদিন/ ১২ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২২