বরিশালে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় ব্রজমোহন কলেজের ছাত্রী নিহত হওয়ার ঘটনায় দোষিদের শাস্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীরা সড়কের নিরাপত্তা দাবি করেন।
শনিবার দুপুর ১২টায় ব্রজমোহন কলেজের শহীদ মিনার গেটের সামনের সড়কে এই মানবন্ধন কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ মানবাধিকার কমিশন ব্রজমোহন কলেজ শাখা।
গত বৃহষ্পতিবার সকাল ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরীর কাশিপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ব্রজমোহন কলেজের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী লিজা আক্তার নিহত হয়। এ ঘটনায় কলেজ শিক্ষার্থী ও সহপাঠীরা অভিযুক্তকে গ্রেপ্তার এবং নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করে।
বাংলাদেশ মানবাধিকার কমিশন সরকারী ব্রজমোহন কলেজ শাখার সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ প্রফেসর স.ম ইমানুল হাকিম, উপাধ্যক্ষ স্বপন কুমার পাল, বাংলা বিভাগের বিভাগীয় চেয়ারম্যান নুসরাত জাহান, অধ্যাপক আব্দুল মোতালেব, ছাত্র নেতা রেজভী আহম্মেদ রাজা রাড়ি ও আব্দুল্লাহ আল নোমান প্রমূখ।
মানববন্ধনে অধ্যক্ষ সহ শিক্ষারা বলেন, সড়ক দুর্ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় সড়কের মৃত্যুর মিছিল বাড়ছে। বেপরোয়া গতির যান এবং চালকদের জন্যই অকালে প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। সড়কে মৃত্যুর মিছিল কমানোর জন্য সরকারের কাছে জোর দাবি জানান বক্তারা। একই সঙ্গে তারা কলেজ শিক্ষার্থী লিজা আক্তার নিহতের ঘটনার অভিযুক্ত চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বিডি প্রতিদিন/ ১৩ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৮