ভালুকা উপজেলার ময়মনসিংহ মুকুল নিকেতনের দশম শ্রেণির ছাত্র আল আমিন (১৬) বিষাক্ত সাপের কামড়ে মারা গেছে।
বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। মৃত আল আমিন উথুরা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ইছাহাক আলীর ছেলে।
জানা যায়, উপজেলার বনগাঁও গ্রামের বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান ইছাহাক আলীর বড় ছেলে ময়মনসিংহ মুকুল নিকেতনের দশম শ্রেণির ছাত্র আল আমিন (১৬) ঘটনার রাতে বাড়ির পাশে মাছ ধরতে গেলে বিষাক্ত সাপের কামড়ে গুরুতর আহত হয়। গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
বিডি-প্রতিদিন/ ২৩ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৫