মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় নেতা ও সাবেক মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) বিকেলে শিবপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে আবদুল মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য সচিব আরিফ-উল-ইসলাম মৃধার নেতৃত্বে শোক র্যালিটি বের করা হয়। শোক র্যালিটি শিবপুর পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাধিস্থলে গিয়ে শেষ হয়। পরে প্রয়াত নেতা আবদুল মান্নান ভূঁইয়ার সমাধিস্থলে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
এরপর ধানুয়া ঈদগাঁ মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন আবদুল মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য সচিব আরিফ-উল-ইসলাম মৃধা।
বি ডি প্রতিদিন/এএ