২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত বলিউড ছবি ‘বেহেন হোগি তেরি’র একটি পোস্টার ঘিরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আইনি জটিলতায় জড়ালেন অভিনেতা রাজকুমার রাও।
পোস্টারে শিব ঠাকুরের সাজে মোটরবাইকে বসা রাজকুমারের ছবি ঘিরে হিন্দুধর্মকে অসম্মান করার অভিযোগ তোলে জলন্ধরের স্থানীয় শিবসেনা। তারা তখনই ছবির পরিচালক নিতিন কক্কর, প্রযোজক আমুল বিকাশ মোহলে, অভিনেত্রী শ্রুতি হাসান এবং অভিনেতা রাজকুমার রাওয়ের বিরুদ্ধে আদালতে লিখিত অভিযোগ দায়ের করেন।
সেই মামলার পরবর্তী শুনানিতে নিয়মিত হাজির না হওয়ায়, আদালত রাজকুমার রাওয়ের বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৯ জুলাই) অভিনেতা তড়িঘড়ি আদালতে আত্মসমর্পণ করেন, যাতে গ্রেফতার এড়ানো যায়। শুনানি শেষে আদালত তাকে শর্তসাপেক্ষে জামিন দেয়।
এ বিষয়ে এখনও রাজকুমার রাওয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
আদালত জানিয়েছে, যেহেতু বিষয়টি ধর্মীয় এবং স্পর্শকাতর, তাই আগামী ৩০ জুলাই পরবর্তী শুনানিতে মামলার উভয় পক্ষের বক্তব্য পুনরায় শোনা হবে। তারপরই মামলার ভবিষ্যৎ গতি নির্ধারিত হবে।
সূত্র: আনন্দবাজার
বিডি প্রতিদিন/নাজিম