ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাঁওয়ে চলতি বছরের এপ্রিলে যে ভয়াবহ পর্যটক হত্যাকাণ্ড ঘটেছিল, তাতে জড়িত তিনজনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
মঙ্গলবার লোকসভায় দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
অমিত শাহ বলেন, সোমবার ‘অপারেশন মহাদেব’ নামে একটি যৌথ অভিযানে তিনজনকেই হত্যা করা হয়।
কাশ্মীরের দাক্ষিগাম ন্যাশনাল পার্ক এলাকায় ভারতীয় সেনাবাহিনী, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ এবং জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে এই তিন ‘সন্ত্রাসীকে’ হত্যা করা হয়, যোগ করেন তিনি।
অমিত শাহ আরও জানান, মে মাসে ভারতের গোয়েন্দা সংস্থা তাদের অবস্থান সম্পর্কে তথ্য পায় এবং দীর্ঘ যাচাই-বাছাই শেষে এই অভিযান চালানো হয়।
এপ্রিলে পেহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই ভারতীয় পর্যটক। দেশজুড়ে এই হত্যাকাণ্ড নিয়ে তীব্র ক্ষোভ সৃষ্টি হয় এবং ভারতের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার চাপে পড়ে।
এই ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। ভারত পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করে। পাল্টা প্রতিক্রিয়ায় ভারত সীমান্তের ওপারে বিমান হামলা চালায়, যার জবাবে পাকিস্তানও আক্রমণ করে। এতে উভয় দেশের সেনাবাহিনীর সদস্যসহ বহু লোক নিহত হন। সূত্র: আল-জাজিরা, সিএনএন
বিডি প্রতিদিন/একেএ