নাটোরের সিংড়ায় শ্রদ্ধার সঙ্গে পালিত হলো ‘জুলাই শহিদদের’ স্মরণে দিনব্যাপী নানা কর্মসূচি। মঙ্গলবার (২৯ জুলাই) সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় রচনা, কুইজ, উপস্থিত বক্তৃতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
আয়োজনটি করে বাংলাদেশ স্কাউটস, সিংড়া উপজেলা শাখা। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে আটটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ২৪ জন শিক্ষার্থী বিজয়ী হন।
পরে বিজয়ীদের হাতে সনদপত্র ও বই উপহার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু রুশত মতিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাজেদুল করিম সিদ্দিকী, দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক গোপেন্দ্রনার্থ দাস, উপজেলা স্কাউট সম্পাদক রেজাউল করিম এবং চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/মুসা