পটুয়াখালীর বাউফলে মিয়ার খালের একটি আয়রন ব্রিজের ঝুলন্ত ভীমের সঙ্গে বালুবোঝাই একটি বাল্কহেডের ধাক্কায় সাকিব হোসেন (২৩) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের মিয়ার খালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিব হোসেন উপজেলার আয়নাবাজ কালাইয়া গ্রামের কবির হোসেনের ছেলে।
পুলিশ জানায়, দেওপাশা বাজারে বালু ফেলে ফেরার পথে বালুবোঝাই বাল্কহেডটি কাছিপাড়া ইউনিয়নের মিয়ার খালের কারখানা পয়েন্টে পৌঁছালে উচ্চ জোয়ারের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ব্রিজ অতিক্রম করার চেষ্টা করলে বাল্কহেডটি ব্রিজের নিচের ঝুলন্ত ভীমের সঙ্গে ধাক্কা খায়। এতে সাকিবের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আতিকুল ইসলাম জানান, 'ঘটনার পরই বাউফল থানা পুলিশ এবং কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। যেহেতু এটি নদীপথে সংঘটিত ঘটনা, তাই বিষয়টি নৌ পুলিশ আইনগতভাবে দেখভাল করবে।'
বিডি প্রতিদিন/মুসা