ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শরীয়তপুরের আব্দুল্লাহ ছামীম (১৩) ও আয়মানের (১০) কবরে শ্রদ্ধা জানিয়েছেন বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল। এসময় নিহত দুই শিশুর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন বিমান বাহিনী প্রধানের পক্ষে উইং কমান্ডার আল-আমিন।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকাল ৩টার দিকে ভেদরগঞ্জ উপজেলার ডিএম খালী ইউনিয়নের মাঝিকান্দি গ্রামে ছামীমের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে প্রতিনিধি দল। পরে নারায়ণপুর ইউনিয়নে আয়মানের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তারা। তারা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। এরআগে নিহতদের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন তারা। এসময় নিহত ছামীমের ভাই জাহিদুল ইসলাম, চাচা লাল মিয়া মাঝি, ফুপু হামিদা বেগম ও মামা সাইফুল ইসলাম, নিহত আয়মানের চাচী মীমসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় বিমান বাহিনীর উইং কমান্ডার আল-আমিন বলেন, মাইলস্টোনে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনা সত্যি হৃদয় বিদারক। আমরা এর জন্য গভীর শোক প্রকাশ করছি। এ ঘটনায় শহীদ হওয়া ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাই। যারা আহত হয়ে চিকিৎসাধীন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আমরা বিমান বাহিনী প্রধানের নির্দেশে নিহত ছামীম ও আয়মানের প্রতি সমবেদনা জানাতে এসেছি।
বিডি প্রতিদিন/হিমেল