চাপে রয়েছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। দলের ব্যর্থতায় সমালোচনার মুখে থাকা গম্ভীর এবার নতুন করে বিতর্কে জড়ালেন। ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম ও শেষ টেস্টের আগে লন্ডনের ওভাল স্টেডিয়ামে প্রধান কিউরেটর লি ফর্টিসের সঙ্গে তর্কে জড়িয়েছেন তিনি। তাদের বাদানুবাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
বিষয়টি ঠিক কী নিয়ে শুরু হয়েছে, তা স্পষ্ট নয়। তবে ভিডিওতে গম্ভীরকে একাধিকবার বলতে শোনা যায়,'আপনি বলতে পারেন না আমরা কী করব।' আঙুল উঁচিয়ে কিউরেটরের দিকে ইঙ্গিত করেই এ কথা বলেন গম্ভীর।
ঘটনার সময় উপস্থিত ছিলেন ভারতীয় ব্যাটিং কোচ সীতাংশু কোটাকসহ অন্যান্য কোচিং স্টাফ, যারা পরে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। ওভালের মাঠকর্মীরা গম্ভীরের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন বলেও খবর পাওয়া গেছে।
জবাবে গম্ভীর বলেন, 'আপনি যেখানে খুশি অভিযোগ করতে পারেন। কিন্তু আপনি আমাদের বলার অধিকার রাখেন না যে আমরা কী করব। আপনি কেবল একজন গ্রাউন্ডসম্যান।'
তর্কে জড়ানো গম্ভীরের জন্য নতুন কিছু নয়। খেলোয়াড়ি জীবনে পাকিস্তানের সাবেক তারকা শহীদ আফ্রিদি ও কামরান আকমলের সঙ্গে বেশ কয়েকবার মাঠে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়েছিলেন তিনি। পরবর্তীতে মেন্টর হিসেবে আইপিএলে বিরাট কোহলির সঙ্গে আফগান পেসার নবীন উল হকের ঘটনার সময়ও কোহলির সঙ্গে সরাসরি বাকবিতণ্ডায় জড়ান গম্ভীর। যদিও পরে তারা সমঝোতায় পৌঁছান।
আগামী ৩১ জুলাই ওভালেই অনুষ্ঠিত হবে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট। সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকা ভারত জিততে না পারলে গম্ভীরের কোচিং ক্যারিয়ার বড় ধাক্কা খেতে পারে। ড্র কিংবা হেরে গেলে টানা তিনটি সিরিজে হারের লজ্জায় পড়বে ভারত।
বিডি প্রতিদিন/মুসা