এখন ঘরে বলা যায় প্রায় সবাই ওয়াই-ফাই ব্যবহার করেন। অনেক সময় এমন হয় যে ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড ভুলে যান। বাড়িতে অতিথি বা নতুন কেউ এলে তাকে ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড দিতে না পারলে বেশ অস্বস্তিতে পড়তে হয়।
তবে খুব সহজে কিন্তু আপনার ফোন থেকেই আপনার বাড়ির ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড বের করতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক উপায়-
অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে:
ফোনের সেটিংস অ্যাপটি খুলুন। নেটওয়ার্ক এবং ইন্টারনেটে ট্যাপ করুন। ইন্টারনেট নির্বাচন করুন এবং আপনার সংযুক্ত ওয়াইফাই নেটওয়ার্কটি শনাক্ত করুন। নেটওয়ার্ক নামের পাশে থাকা গিয়ার আইকনে ট্যাপ করুন।
শেয়ার বোতাম টিপুন (এটি একটি কিউআর কোড আইকন হিসেবে প্রদর্শিত হবে)। অনুরোধ করা হলে আপনার ডিভাইসের আনলক কোড বা বায়োমেট্রিক্স ব্যবহার করে প্রমাণীকরণ করুন। ওয়াইফাই পাসওয়ার্ডটি কিউআর কোডের নিচে দেখা যাবে।
আইফোনের ক্ষেত্রে:
আপনার আইফোনে সেটিংস অ্যাপটি খুলুন। উপলব্ধ নেটওয়ার্কগুলোর তালিকা দেখতে ওয়াই-ফাই এ আলতো চাপুন। আপনি বর্তমানে যে ওয়াই-ফাই নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত আছেন সেটি খুঁজুন এবং তার পাশে থাকা ‘আই’ আইকনে (তথ্য আইকন) আলতো চাপুন।
পাসওয়ার্ড ফিল্ডে ট্যাপ করুন। আপনাকে ফেস আইডি, টাচ আইডি, অথবা আপনার ডিভাইসের পাসকোড ব্যবহার করে প্রমাণীকরণ করতে বলা হবে। একবার প্রমাণীকরণ হয়ে গেলে, পাসওয়ার্ডটি প্রদর্শিত হবে। এবার আপনি অন্যদের সঙ্গে শেয়ার করতে অথবা লিখে রাখতে কপি ট্যাপ করতে পারেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ