ঝিনাইদহে সেনাবাহিনী অভিযান চালিয়ে দুটি পিস্তল, পিস্তলের ব্যারেলসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনীর ১০ বেঙ্গলের সিও নেতৃত্বে সোমবার রাতে ঘন্টাব্যাপী এ অভিযান চালানো হয়। আটক করা হয়েছে রফিকুল ইসলাম নামের এক সন্ত্রাসীকে। আটককৃত রফিকুল ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দেবীনগর গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে।
শৈলকূপা থানার অফিসার ইনচার্জ মাসুম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে ২নং মির্জাপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় ওই গ্রামের রফিকুলের বাড়ি থেকে দুটি পিস্তল, পিস্তলের ব্যারেল সহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরীর নানা সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িত থাকায় রফিকুলকে আটক করা হয়। অস্ত্র ও সরঞ্জামসহ ওই ব্যক্তিকে রাতেই সেনাবাহিনী শৈলকূপা থানা পুলিশের নিকট হস্তন্তর করে। গ্রেফতারকৃত রফিকুলের বিরুদ্ধে শৈলকুপা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম