পুলিশের আইজিপি এ কে এম শহীদুল হক বলেছেন, "ঈদ ও রথ উৎসব পালনের সময় জঙ্গি তৎপরতার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন তথ্য নেই।" শুক্রবার বিকালে আশুলিয়ার ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্র মহাসড়ক পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
এ সময় এ কে এম শহীদুল হক জানান, "গত বছর রোজার মাসে গুলশানে হলি আর্টিজানে হামলা হয়েছিল। সম্প্রতি কয়েকজন জঙ্গিকে গ্রেপ্তারের পরে পুলিশ জানতে পারে তারা একজন আলেমের ওপর হামলার পরিকল্পনা করছিল।"
এ পরিস্থিতিতে রোজা ও ঈদে কোনো ধরনের আশঙ্কা করছেন কি না এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, "হলি আর্টিজান ও শোলাকিয়ায় হামলার পরে পুলিশ জঙ্গি দমনের ব্যাপারে যথেষ্ট পদক্ষেপ নিয়েছে। সব চৌকস কর্মকর্তা, ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট, পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা সবাই মিলেই জঙ্গি দমনে কাজ করছেন। তারা (জঙ্গিরা) যেন আর কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে, সে জন্য পুলিশসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত সতর্ক রয়েছে। গোয়েন্দা কার্যক্রমের পাশাপাশি দৃশ্যমান ও প্রতিরোধমূলক পুলিশিং চলছে। জনগণকে সম্পৃক্ত করে এ কাজগুলো করা হচ্ছে। এখন পর্যন্ত জঙ্গি হামলার বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই, পুলিশের অভিযান অব্যাহত আছে।"
তিনি এসময় আরও বলেন, "বাংলাদেশের জঙ্গিদের জঙ্গি তৎপরতা বিস্তার করার মত শক্তি ও সামর্থ্য নেই। এসময় ঈদ ও হিন্দু ধর্মালম্বীদের রথ উৎসব উদযাপনের সময় ধর্মীয় মূল্যবোধ থেকে সব ধর্মের লোকদের সহিঞ্চু থাকার আহবান জানান।"
বিডি-প্রতিদিন/ ২৩ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৭