ঈদের আর মাত্র কয়েকদিন। আর তাই উৎসব মুখর হয়ে উঠেছে খাগড়াছড়ির ঈদ বাজার। মার্কেটগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। দাম ক্রেতাদের সাধ্যের মধ্যে থাকলেও চাহিদা বেশি বিদেশী পোশাকে। এদিকে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মোতায়েন রয়েছে মার্কেটগুলোতে।
বাজার ঘুরে দেখা গেছে, ঈদ বাজারকে উৎসব মুখর করতে খাগড়াছড়ির বিপণীগুলো সাজানো হয়েছে ঝলমলে সাজে। ঈদের পোশাকসহ নানা জিনিস কিনতে নারী-শিশুসহ সব বয়সী মানুষের স্রোত এখন মার্কেটের দিকে। আড়ম্বর পরিবেশে ঈদের কেনা-কাটা সারছেন সবাই। খাগড়াছড়ির বড় বিপণী কেন্দ্র জেলা পরিষদ মার্কেট ও শহীদ কাদের সড়ক সবখানেই বেজায় ভিড়। মহিলারা কিনছেন শাড়ী, থ্রিপীছ এবং তার সাথে মিলিয়ে জুতা ও জুয়েলারী। আর ছেলেদের পছন্দে রয়েছে পান্জাবী। শিশুরাও মা-বাবার সাথে বাজার ঘুরে কিনছে পছন্দের জামা-কাপড়। পছন্দের পোশাকের কোন অভাব নেই। এদিকে বিক্রিও আশানুরূপ বলে জানিয়েছেন দোকানীরা। বাঙালিদের পাশাপাশি প্রচুর পাহাড়ি ক্রেতা দেখা গেছে বাজারে।
পাহাড় ধসে প্রাণহানি ও বন্যার কারণে প্রথম দিকে হতাশায় কাটলেও শেষ দিকে ঈদ বাজার জমে উঠেছে। তবে বাজারে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে পোষাকের পাশাপাশি সাদা পোষাকেও পুলিশ রয়েছে।
বিডি প্রতিদিন/২৩ জুন ২০১৭/হিমেল