বাগেরহাটের মোল্লাহাটে বাসের চাপায় শেখ মনিরুল ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। এসময় আরও এক আরোহী গুরুতর আহত হয়েছেন। নিহত মনিরুল ইসলাম খুলনার লোহারঘাট এলাকার একজন ব্যবসায়ী ছিলেন।
শুক্রবার বিকেলে বাগেরহাট-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার মাদ্রাসাঘাট এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে। নিহত শেখ মনিরুল ইসলাম খুলনা পূর্ববানিয়া খামার এলাকার শেখ আব্দুল হাইয়ের ছেলে।
মহাসড়কের কাটাখালী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জামাল হোসেন মুঠোফোনে-এ বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদককে বলেন, "শুক্রবার বিকেল ৫টার দিকে বাগেরহাট-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার মাদ্রাসাঘাট ব্রিজ এলাকায় অজ্ঞাত নামা একটি ঢাকাগামী বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে শেখ মনিরুল ইসলাম নিহত হয়। এ সময় তার সাথে থাকা এক বন্ধু আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে।"
তিনি আরও বলেন, "শেখ মনিরুল ইসলাম বাগেরহাটের চিতলমারী উপজেলার হাড়িয়াঘোপ এলাকায় তার এক আত্মীয়বাড়ি থেকে জিয়াফত খেয়ে খুলনায় ফিরছিল। পথিমধ্যে তিনি এই দূর্ঘটনার শিকার হন।"
বিডি-প্রতিদিন/ ৩০ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১২