লক্ষ্মীপুরে ৩ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। মধ্যরাতে সদর উপজেলার মজুচৌধুরীর হাট এলাকায় এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ
র আগে কমলনগর উপজেলার মতিরহাট এলাকা থেকে জালগুলো জব্দ করে তারা। জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য ১০ লাখ টাকা বলে জানালেন লক্ষ্মীপুর কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার শফিকুল ইসলাম।
কোস্টগার্ড জানায়, কমলনগর উপজেলার মেঘনানদী সংলগ্ন মতিরহাট বাজারে নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল বিক্রির উদ্দেশ্যে মওজুদ করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোষ্টগার্ড। এ সময় ওই বাজারের জসিম স্টোর ও মতিন স্টোর নামক দুটি দোকানের গোডাউন থেকে কারেন্ট জালগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড সদস্যরা।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন