মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মাদারীপুর শহরের নতুন বাসস্ট্যান্ড থেকে পুরাতন বাসস্ট্যান্ডের দিকে আসার সময় সার্বিক পরিবহনের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ইজিবাইকে থাকা যাত্রী ফরহাদ হোসেন (৩০) ঘটনাস্থলেই মারা যায়। এতে আরো অন্তত ৫ যাত্রী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। নিহত ফরহাদ হোসেন সদর উপজেলার দুধখালি ইউনিয়নের হাউসদি গ্রামের বাসিন্দা। এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।
সদর থানার ওসি কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন