দেশের তৃতীয় বৃহত্তম দূর্গা মন্দির শিবপুর বারোয়ারী দূর্গা মন্দির। নওগাঁর নিয়ামতপুরের এ মন্দির প্রাঙ্গণেই মঙ্গলবার বিকেল থেকে তিন দিনব্যাপী মেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
নওগাঁ-১ আসনের সংসদ সদস্য, ধর্ম মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদারের উদ্যোগে এ নৃত্য প্রতিযোগিতা ও গ্রামীণ মেলার আয়োজন।
মঙ্গলবার প্রতিযোগিতায় নওগাঁর নিয়ামতপুর, পোরশা, সাপাহার, পত্নীতলাসহ রাজশাহী, দিনাজপুর, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলা থেকে সমতল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের প্রায় ১৫টি দল এর মধ্যে পুরুষ ৮টি এবং মহিলা ৭টি দল এ অংশ নেন।
পুরুষ দলে নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউপির জাবরিপাড়া এবং মহিলা দল থেকে জয়পুরহাট জেলার হিলির দল প্রথম হয়। প্রতিযোগিতা দেখতে হাজার হাজার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিবপুর বারোয়ারী দুর্গা মন্দির প্রাঙ্গণে সমবেত হন।
বিডি প্রতিদিন/৪ অক্টোবর, ২০১৭/ফারজানা