জলবায়ু পরিবর্তনে সৃষ্ট দুর্যোগ এড়াতে করণীয় বিষয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে অনুষ্ঠিত হয়েছে একদিনের কর্মশালা। বুধবার বেলা ৯টায় অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সহকারি প্রধান প্রকৌশলী মো. ফজলুর রহমান। উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা নির্বাহী প্রকৌশলী মো. শাহাদাত হোসাইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আলমগীর হোসাইন, ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান আজমীন নাহার। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কোষ্টাল ক্লাইমেন্ট রেজিলিয়েন্ট ইনফ্রাষ্ট্রাকচার প্রকল্প এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার ৫০ জন প্রতিনিধি অংশগ্রহন করেন। বিষয়ভিত্তিক আলোচনা করেন জলবায়ু পরিবর্তন বিষয়ের গবেষক সরদার শফিকুল ইসলাম।
বিডি প্রতিদিন/৪ অক্টোবর ২০১৭/হিমেল