চুরির অভিযোগে ময়মনসিংহের গৌরীপুরে সাগর (১৬) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলার অন্যতম আসামি আব্দুল কাইয়ুমকে (২২) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার ভোরে সদর উপজেলার চর ঈশ্বরদিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, এ হত্যাকাণ্ডের অন্যতম মূল হোতা কাইয়ুম আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে গত ২৫ সেপ্টেম্বর জেলার গৌরীপুর উপজেলার চরশ্রীরামপুর গ্রামের আক্কাস আলীর মালিকানাধীন গাউছিয়া হ্যাচারির পাম্প চুরির অভিযোগে সাগরকে (১৬) পিটিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় পরদিন ২৬ সেপ্টেম্বর সাগরের বাবা শিপন মিয়া বাদী হয়ে গৌরীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত রিয়াজ উদ্দিনসহ (৫০) দু’জনকে আটক করে এবং র্যাব এ হত্যাকাণ্ডের প্রধান আসামি আক্কাছ আলীকে ভৈরব থেকে গ্রেফতার করে।
বিডি প্রতিদিন/০৪ আক্টোবর ২০১৭/এনায়েত করিম