বেগমগঞ্জ উপজেলার জমিদার হাট পূর্ব বাজার রেডিয়েন্ট স্কুলের সামনে রাস্তা থেকে প্রবাসীর স্ত্রী ও তার স্কুল পড়ুয়া পুত্রকে অভিনব কায়দায় অপহরণ করে মাইক্রোতে করে উঠিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা। ঘটনার ১৫ দিন পরেও ঘটনার সাথে জড়িত নুর হোসেন প্রকাশ রাসেলসহ অজ্ঞাত নামা ব্যক্তিদেরকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে পুলিশের পক্ষ থেকে জোর তৎপরতার কারণে ইমাম হোসেন প্রকাশ বাবু নামে একজনকে গ্রেফতার করলেও মূল নায়ক রাসেল ধরা ছোয়ার বাইরে রয়েছে।
এদিকে, নিরাপত্তাহীনতায় ভুগছে ভিকটিমের পরিবার। ঘটনাটি ঘটেছে ২১ শে সেপ্টেম্বর।
ভিকটিমের পরিবারের পক্ষে অনিতা রানী রায় বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি মামলা করেছে। মামলা নং ২৮।
ভিকটিমের পরিবার জানান, গত ২১ সেপ্টেম্বর প্রতিদিনের মত ভিকটিম মনিকা রানী কুরী তার ছেলে কুশাল চন্দ্র কুরীকে স্কুল ছুটির পর নিয়ে আসার পথে নুর হোসেন প্রকাশ রাসেল এর নেতৃত্বে তার লোকজন জোর পূর্বক অপহরণ করে।
বেগমগঞ্জ থানার এস আই মধু সুধন সরকার জানান, ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিম ও তার ছেলেকে উদ্ধারের জোর চেষ্টা চলছে। বেগমগঞ্জ থানার ওসি সাজিদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন। অতিরিক্ত পুলিশ সুপার একে এম জহিরুল ইসলাম জানান, পুলিশের পক্ষ থেকে জোর তৎপরতা চলছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন