বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়ন সংলগ্ন কচা নদীতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ১৫৮তম নৌকা বাইচ। প্রতি বছর লক্ষ্মী দোসরা (লক্ষ্মী পূজা) উপলক্ষ্যে গত দেড় শ’ বছরেরও বেশি সময় ধরে এই নৌকা বাইচের আয়োজন করে আসছে স্থানীয়রা। হিন্দুদের লক্ষ্মী পূজা উপলক্ষ্যে স্থানীয়দের আনন্দ দেওয়ার উদ্দেশ্যে সনাতন ধর্মের পূর্ব পুরুষরা প্রতি বছর লক্ষ্মী দোসরায় কচা নদীতে এই নৌকা বাইচের আয়োজন করেন।
নৌকা বাইচ আয়োজক কমিটির সভাপতি ও হারতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হরেন রায় বলেন, এবারের নৌকা বাইচ প্রতিযোগীতায় অংশ নেওয়ার জন্য গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর এবং টেকেরহাটসহ আশপাশের এলাকার ১২টি সু-সজ্জিত নৌকা বাইচ দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। বৃহস্পতিবার বেলা আড়াইটায় হারতা চেয়ারম্যান বাড়ি সংলগ্ন কচা নদী থেকে হারতা মাধ্যমিক স্কুল পর্যন্ত কঁচা নদীতে ২ কিলোমিটার এলাকায় নৌকা বাইচ প্রতিযোগীতা শুরু হবে। এভাবে ৩ বার (৩ ছোপ) প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মধ্যে আকর্ষনীয় পুরস্কার বিতরণ করা হবে।
নৌকা বাইচ এবং পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বরিশালের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। এছাড়া জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, উজিরপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল ও বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
স্থানীয় জনসাধারণ ছাড়াও আশপাশের জেলা-উপজেলা থেকে অসংখ্য মানুষ ঐহিত্যবাহী এই নৌকা বাইচ দেখতে আসেন। এদিকে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে নৌকা বাইচনির্বিঘ্ন এবং শান্তিপূর্ণ করার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন বরিশালের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম।
বিডি প্রতিদিন/এ মজুমদার