মিয়ানমার থেকে সীমান্তে দিয়ে রোহিঙ্গা পাচারের দায়ে টেকনাফে দেশী বিদেশী ৩৯ দালালকে আটক করেছে পুলিশ ও বিজিবি। আটক দেশী-বিদেশী নাগরিকদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। আজ টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকায় পুলিশ ও বিজিবি পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। সাজাপ্রাপ্তদের কক্সবাজার কারাগারে প্রেরণ করার জন্য থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে টেকনাফের শাহপরীর দ্বীপ সীমান্ত দিয়ে রোহিঙ্গা আগমন বেড়েছে। তবে ওপার থেকে রোহিঙ্গাদের নিয়ে আসতে উদ্বদ্ধ করা হচ্ছে। এমনকি পাচারকারী চক্র অর্থের লোভে ওপারে নৌকা বা ট্রলার পাঠিয়ে রোহিঙ্গা নিয়ে আসা হচেছ। এ খবরে স্থানীয় প্রশাসনের টনক নড়ে। জেলা পুলিশের টিম ও স্থানীয় বিজিবি শাহপরীর দ্বীপের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে হঠাৎ করে রোহিঙ্গা পাচারের বিষয়ে প্রশাসনের নজরদারী বৃদ্ধি পাওয়ায় পাচারকারী চক্র আত্মগোপনে চলে যায়। এ বিষয়ে নজরদারী বলবৎ রাখতে সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।
বিডি প্রতিদিন/এ মজুমদার