টাঙ্গাইল জেলার ঘাটাইল পৌর মেয়র শহিদুল কতৃক দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর প্রতিনিধি আতিকুর রহমান আতিককে অবরুদ্ধ করার প্রতিবাদে মুন্সীগঞ্জ প্রেসক্লাব নিন্দা জানিয়েছে। আজ বিকেল সাড়ে ৪টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সফিউদ্দিন মিলনায়তনে সভাপতি রাসেল মাহামুদের (চ্যানেল আই) সভাপতিত্বে এক জরুরি সভায় নিন্দা প্রস্তাব গৃহীত হয়।
এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বল( জনকন্ঠ), এ্যাডভোকেট লাবলু মোল্লা (বাংলাদেশ প্রতিদিন ও বৈশাখী টিভি),কাজী সাব্বির আহম্মেদ দীপু (সমকাল),মোজাম্মেল হোসেন সজল (ডিবিসি ও মানব জমিন), প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরী নূপুর (এটিএন নিউজ),সহ-সভাপতি বাসির উদ্দিন জুয়েল (ইত্তেফাক) ও এ্যাডভোকেট সুজন হায়দার জনি (দেশ টিভি), ট্রেজারার এ্যাডভোকেট সেতু ইসলাম (নিউজ টুয়েন্টিফোর টিভি),সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন সুমন (এনটিভি), সাহিত্য সম্পাদক জসিম উদ্দিন দেওয়ান (একাত্তর টিভি),সাইফুল ইসলাম টিটু(একুশে টিভি) এ্যাডভোকেট ফারহানা মীর্জা(বিটিভি),প্রেসক্লাবের কার্যকরী সদস্য এ্যাডভোকেট আবু সাইদ সোহান, মো. মাসুদুর রহমান(ডেইলি সান) আনমনা আনোয়ার আনু, মাসুদ রানা(আলোকিত বাংলাদেশ),নাদিম মাহমুদ(সভ্যতার আলো),সাজ্জাদ হোসেন(বাংলা নিউজ টুয়েন্টিফোর),আবু হানিফ রানা প্রমুখ। সভায় বক্তরা মেয়র শহিদ কতৃক সাংবাদিকদের কন্ঠরোধের অপচেষ্টাকে ধিক্কার জানান এবং ওই মেয়রসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার