সিরাজগঞ্জের তাড়াশে পারিবারিক কলোহের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই রাশেদুল ইসলাম (২৭) নিহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাশেদুল ইসলাম বিনসাড়া উত্তরপাড়া গ্রামের আবু হানিফ কশাইয়ের ছেলে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/২১ অক্টোবর ২০১৭/আরাফাত