ময়মনসিংহের ভালুকায় বাসের ধাক্কায়এক কাচামাল ব্যবসায়ী নিহত ও ২যাত্রী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার হাজীর বাজার নামক এলাকায়।
পুলিশ জানায় পুলিশ জানায়, রবিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজির বাজার নামক স্থানে ময়মনসিংহগামী ইমাম পরিবহনের একটি বাস যাত্রীবাহি একটি পিক-আপকে পিছন দিক থেকে ধাক্কা দেয়।
এতে পিক-আপের কয়েকজন যাত্রী ছিটকে সড়কে পড়ে যায়। ঘটনাস্থলে শেরপুর জেলার শ্রীবরদি গ্রামের চঁনি মিয়ার ছেলে কাচাঁমাল ব্যবসায়ী সুরুজ মিয়া নিহত হয়। আহতদের প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২২ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ