অবৈধপথে দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার দিবাগত রাতে হিলি সীমান্তের রেলওয়ে স্টেশনের পাশে কামাল গেট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার দোপাইল গ্রামের গনি বর্মন রায়ের ছেলে দুলাল রায় (১৮) ও একই এলাকার বচুয়া পতিলাবিন গ্রামের রাজেন রায়ের ছেলে নকুল রায় (১৮)।
বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহবুব উল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার রাতে হিলি সীমান্তের রেলওয়ে স্টেশনের পাশে কামালগেট নামক এলাকা দিয়ে ওই দুইজন ভারতে যাওয়ার চেষ্টা করছিল। তখন কর্তব্যরত বিজিবি সদস্যরা তাদের আটক করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন