“সাবধানে চালাবো গাড়ী, নিরাপদে ফিরবো বাড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বিআরটিএ’র উদ্যোগে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসক জাকির হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু ইউসুফ মোঃ রেজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, বিআরটিএর সহকারী পরিচালক বিলাস সরকার, ট্রাফিক ইন্সপেক্টর কৃষ্ণপদ সরকার ও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক শেখ।
এদিকে সকাল সাড়ে ১০ টার জেলা পুলিশের আয়োজনে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় চালক, সহকারীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা, সড়ক দুর্ঘটনা রোধে চালক, মালিক, যাত্রীসহ সকলের সচেতন হওয়ার আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন