বেসরকারি কলেজসমূহ জাতীয়করণের যে প্রক্রিয়া শুরু হয়েছে সেই প্রক্রিয়ায় যুক্ত শিক্ষকদের বিসিএস ক্যাডারভুক্ত না করার দাবি জানিয়েছেন নওগাঁয় বিসিএস সাধারণ শিক্ষক সমিতি। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে নওগাঁ সরকারী কলেজ শিক্ষক মিলনায়তনে সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় পুনরায় তারা এই দাবি জানান।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নওগাঁ জেলা কমিটির সভাপতি মো. জালাল উদ্দিন প্রামানিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় তাদের একটি লিখিত বক্তব্য পাঠ করেন নওগাঁ সরকারী কলেজের ইংরাজী বিভাগের সহকারী অধ্যাপক মো. জাকির হোসেন।
বক্তারা বলেন, বর্তমান সরকার আগামী ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্য-৪ (এসডিজি-৪) অর্জনে দৃঢ় প্রতিাজ্ঞাবন্ধ। সে লক্ষ্য অর্জনে সবচেয়ে বড় নিয়ামক শক্তি হচ্ছে শিক্ষা ক্যাডার। জাতীয়করণ করা কলেজের শিক্ষকগণ ক্যাডারভুক্ত হলে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে নতুন প্রজন্মের মেধাবী শিক্ষকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হবেন এবং ভবিষ্যতে শিক্ষা ক্যাডার কোনভাবেই মেধাবীদের আকর্ষন করতে পারবে না। ফলে সেই অর্জন বাস্তবায়িত হওয়া দুঃসাধ্য হয়ে পড়বে।
তারা বলেন, আগামী ১৬ নভেম্বরের মধ্যে জাতীয়করণের জন্য ঘোষিত বেসরকারী কলেজের শিক্ষকদের মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন, নন-ক্যাডার ও জাতীয় শিক্ষানীতি ২০১০ এ বর্ণিত নির্দেশনা অন্তর্ভুক্ত করে বিধিমালা জারি করা না হলে ১৭ নভেম্বর ঢাকায় বিসিএস সাধারণ শিক্ষা সমিতি মহাসমাবেশ ডেকে পরবর্তী কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।
বিডি-প্রতিদিন/২২ অক্টোবর, ২০১৭/মাহবুব