‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ এ স্লোগানকে সামনে রেখে বগুড়ায় ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিআরটিএ বগুড়ার আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় রবিবার সকাল ৯ টায় বিশাল র্যালী শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
র্যালী শেষে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতি: জেলা ম্যাজিষ্ট্রেট আলীমুন রাজিব। এতে প্রধান অতিথি ছিলেন হাইওয়ে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতি: পুলিশ সুপার আব্দুল জলিল পিপিএম, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সামির হোসেন মিশু, সড়ক ও জনপথের নির্বাহি প্রকৌশলী আশরাফুজ্জামান।
সহযোগি অধ্যাপক ড. তাঈফ মামুনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিআরটিএ বগুড়ার সহকারী পরিচালক কাজী মোরসালিন, নিরাপদ সড়ক চাই জেলা শাখার সভাপতি মোস্তাফিজার রহমান প্রমুখ।
শেষে ভিডিও প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বিআরটিএ বগুড়ার কর্মকর্তাসহ জেলা মোটর মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিসহ নিরাপদ সড়ক চাই জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। র্যালীতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই (নিসচা) বগুড়ার নেতৃবৃন্দ ‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ এই স্লোগান সম্বলিত লিফলেট বিতরণ করেন। সড়ক নিরাপদ করার লক্ষ্যে ট্রাফিক আইন মেনে চলাসহ সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি করার আহবান জানানো হয়।
বিডিপ্রতিদিন/ ২২ অক্টোবর,২০১৭/ ই জাহান