ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চাঁদপুর থেকে ইয়াবাসহ নাসির খান (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮।
রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব-৮ ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
স্থানীয়রা জানান, বঙ্গেশ্বরদী গ্রামের জনৈক মৃত শমসের খানের ছেলে নাসির খাঁন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। উদ্ধারকৃত ইয়াবাসহ নাসিরকে বোয়ালমারী থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে বোয়ালমারী থানায় একটি মাদক মামলা হয়েছে।
বিডিপ্রতিদিন/ ২২ অক্টোবর,২০১৭/ ই জাহান