খুলনার ডুমুরিয়া উপজেলায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে বেসরকারি সংস্থা আশার সহকারী ম্যানেজার রফিকুল ইসলাম নিহত হয়েছেন। রবিবার রাত ৯ টার দিকে ডুমুরিয়ার কৈয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
রফিকুল ইসলাম খুলনা মহানগরীর খালিশপুর এলাকার বাসিন্দা।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিল হোসেন জানান, রাতে মোটরসাইকেল যোগে খুলনা থেকে ডুমুরিয়া যাবার পথে কৈয়া ব্রিজ এলাকায় একটি ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে সে পড়ে যায়। এ সময় পেছন থেকে দ্রুতগামী বাস তাকে চাপা দেয়ায় ঘটনাস্থলেই রফিকুলের মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
বিডি প্রতিদিন/২৩ অক্টোবর ২০১৭/হিমেল