রাজশাহীতে র্যাবের বিশেষ অভিযানে অস্ত্র-গুলিসহ সাহাব উদ্দিন (২৫) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে।চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাকলা শিকারপুর গ্রামে আজ সকালে এ অভিযান চালায় র্যাব। আটক সাহাব পার্শ্ববর্তী ভোলাহাট উপজেলার ঝাউবুনা গ্রামের আতাউর রহমানের ছেলে।
র্যাব-৫ এর ক্যাপ্টেন জাহিদ হোসেন জানান, ওই গ্রামের একটি আমবাগানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় দু্ইটি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে সাহাবকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাহাব অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
র্যাবের এই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদ শেষে তাকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার