ঢাকা-খুলনা বিশ্বরোডের ফরিদপুরের নগরকান্দা উপজেলার জয়বাংলা-কানফোরদী নামক স্থানে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক শিশু নিহত ও অন্তত ১৭ যাত্রী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সকালে। ১০ মাস বয়সের নিহত শিশু জান্নাতী আক্তার বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার কাকড়াতলী গ্রামের ফেরদৌস মিয়ার মেয়ে। গুরুত্বর আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। কিছু যাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে।
বাসযাত্রী ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বাগেরহাটগামী দিগন্ত পরিবহন ঢাকা-খুলনা বিশ্বরোডের নগরকান্দা উপজেলার জয়বাংলা-কানফোরদী নামক স্থানে সোমবার ভোর সাড়ে ৪টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। চালক তন্দ্রাচ্ছন্ন থাকার কারণেই বাসটি খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে বাসযাত্রীদের অভিযোগ।
নগরকান্দা থানার এসআই মোতাহার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চালক পালিয়ে গেছে। বাসটি আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার