বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের মশাং গ্রামে এক গ্রাম্য চিকিৎসকের ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় কথিত চিকিৎসক নাজমুল হক স্বপনের বিরুদ্ধে উজিরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মৃতের ভাই প্রমথ বাড়ৈ।
লিখিত অভিযোগে তিনি বলেন, গত ২৯ অক্টোবর তার বোন মঞ্জু বাড়ৈ’র (২০) প্রসব বেদনা উঠলে স্থানীয় পল্লী চিকিৎসক নাজমুল হক স্বপনকে তাদের বাড়ি ডেকে নেয়া হয়। স্বপন মঞ্জু বাড়ৈর শরীরে প্রথমে কিট্রোলাক গ্রুপের (Toroaid) নামে একটি ইনজেকশন পুশ করেন এবং একই গ্রুপের একটি ট্যাবলেট, সেফিক্স নামের একটি ক্যাপসুল, ওমিওপ্রাজল কাপসুল একটি খেতে দিয়ে ২ হাজার ৯শ’ টাকা বিল করেন। রোগীর পরিবার তাৎক্ষণিক ১ হাজার টাকা তাকে দিয়ে দেন। স্থানীয় ধাত্রী হেনারা বেগমের সহায়তায় ওইদিন সন্ধ্যায় নিজ বাড়িতে কন্যা সন্তান প্রসবের পর পরই মঞ্জু বাড়ৈ মৃত্যুর কোলে ঢলে পড়েন। এতে গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে রাতেই তারা নাজমুল হক স্বপনের বিচার দাবিতে বিক্ষোভ করেন।
ভুল চিকিৎসার অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত পল্লী চিকিৎসক স্বপন বলেন, রোগীর অবস্থা সংকাটাপন্ন হওয়ায় তিনি প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগীকে বরিশাল মেডিকেলে নিয়ে যাওয়ার পরমর্শ দিয়েছিলেন।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর লিখিত অভিযোগ পাওয়ার পর মৃত মঞ্জুর বাড়ৈর লাশ উদ্ধার করে ময়না তদন্ত করা হয়েছে। অভিযুক্ত নাজমুল হক স্বপনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/৩১ অক্টোবর ২০১৭/এনায়েত করিম