পটুয়াখালীর কলাপাড়ায় পাকা রাস্তার দাবিতে মানববন্ধন করেছেন গ্রামবাসীরা। মঙ্গলবার সকালে উপজেলার চম্পাপুর ইউনিয়নের শত শত নারী-পুরুষ এই মানববন্ধনে অশংগ্রহণ করে।
প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মো.কামাল হোসেন মৃধা, অবনী রায়, দেলোয়ার হোসন, ইমরান আকন, আফজাল খলিফা ও মিনারা বেগম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, এই ইউনিয়নের প্রায় সব রাস্তা কাঁচা। সামান্য বৃষ্টি হলে এ ইউনিয়নের প্রতিটি গ্রামের মানুষ সীমাহীন দুর্ভোগে থাকে। অবহেলিত এই জনপদের রাস্তাগুলো পাকা হলে শিক্ষার হার বাড়বে। সহজতর হবে চিকিৎসা সেবা। কৃষক পাবে ফসলের ন্যায্য মূল্য। এ দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন তারা।
বিডি প্রতিদিন/৩১ অক্টোবর ২০১৭/হিমেল