অফিস সময়ে ডায়াগনস্টিক সেন্টারে প্রাইভেট প্রাকটিস করার অভিযোগে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারজানা ইসলাম মুক্তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মানষ কৃষ্ণ কুন্ডু এ নোটিশ দেন।
এ ব্যাপারে ডা. মানষ কৃষ্ণ কুন্ডু জানান, ডা. ফারজানা ইসলাম মুক্তার বিরুদ্ধে হাসপাতালে নির্ধারিত ডিউটি সত্ত্বেও গত শনিবার দুপুরে ঝালকাঠির বানি ডায়গনস্টিক সেন্টারে অবস্থান করে রোগিদের চিকিৎসা সেবা দেওয়ার অভিযোগে ওঠে। এর পরিপ্রেক্ষিতে তাকে ওই নোটিশ দেওয়া হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে ওই চিকিৎসককে শোকজের লিখিত জবাব দিতে হবে।
তিনি আরও জানান, চিকিৎসকের জবাব পাওয়ার পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। শোকজের বিষয় জানতে চাইলে ডা. ফারজানা ইয়াসমিন মুক্তা বলেন, চিঠি পেয়েছি। যথাসময়ে কর্তৃপক্ষের চিঠির জবাব দেয়া হবে।
বিডি প্রতিদিন/৩১ অক্টোবর ২০১৭/হিমেল