মাদারীপুরে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের জমি অধিগ্রহণে ভুয়া কাগজপত্র জমা দেয়ায় ৩ জনকে ৩ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-মামুন এ দণ্ড দেন।
সাজাপ্রাপ্তরা হলেন শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা গ্রামের মৃত হযরত আলীর ছেলে মো. আওলাদ হোসেন (৩৫), একই জেলা ও উপজেলার পাইনপাড়া মাঝিকান্দি গ্রামের ফয়জল বেপারীর ছেলে মো. হাতেম বেপারী (৪২) ও মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার দক্ষিণ হলদিয়া গ্রামের ছেলাজউদ্দিন হাওলাদারের ছেলে মো. খলিল হাওলাদার (৫১)।
মাদারীপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/৩১ অক্টোবর ২০১৭/হিমেল