সল্টলেকে বসবে আগামী কলকাতা আন্তর্জাতিক বইমেলার আসর। গতবছর ঠিক বইমেলার আগে আগেই মন্দার কারণে দুশ্চিন্তায় পড়েন প্রকাশকরা। এবার কলকাতা বইমেলা স্থানই ঠিক করে উঠতে পারছিল না পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ড কর্তৃপক্ষ।
সমস্যা শুরু হয় মিলন মেলা প্রাঙ্গণ সংস্কার নিয়ে। প্রগতি ময়দানের মতো মিলন মেলা প্রাঙ্গণকেও আরও ভাল করে সাজাবার জন্য সরকারি কাজ শুরু হয়। সেই কারণে মিলন মেলায় বইমেলার আয়োজন করা অসম্ভব হয়ে যায়।
২০১৮ সালের আন্তর্জাতিক কলকাতা বইমেলার আয়োজন সল্টলেকের সেন্ট্রাল পার্কে করার নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। আগামী বছরের ৩০ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে। সূত্র : কলকাতা টুয়েন্টিফোর
বিডি প্রতিদিন/১ নভেম্বর, ২০১৭/ফারজানা