নেত্রকোনার কেন্দুয়ায় সোনিয়া আক্তার (১৪) নামের এক জেএসসি পরীক্ষার্থী বিষপানে আত্মহত্যা করার খবর পাওযা গেছে। গত মঙ্গলবার পরীক্ষার আগের দিন রাতে কেন্দুয়া উপজেলার পৌর এলাকার চন্দ্রগাতি গ্রামে এ ঘটনা ঘটে।
সোনিয়া কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের সাতাশি গ্রামের আব্দুল কাদিরের মেয়ে। সে পৌর এলকায় মামা সাদেক মিয়ার বাসায় থেকে পড়াশোনা করতো।
কেন্দুয়া থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, মামার বাড়িতে থেকে মেয়েটি পড়াশোনা করতো।
পারিবারিক সূত্রে জানা গেছে, পড়াশোনায় সে একটু দুর্বল ছিলো। তাই পরীক্ষার আগে সবাই তাকে একটু বুঝিয়েছিলো। এরপর রাতে নানীর সাথে ঘুমাতে যায়। এরই কোন এক সময় অভিমানে পোকার বিষ খেয়ে ফেলে। এসময় কষ্টে চিৎকার চেঁচামেচি করলে তাকে স্থানীয় হাসপাতালে নিলে কিছুক্ষণ পরই সে মারা যায়।
বিডি-প্রতিদিন/০১ নভেম্বর, ২০১৭/মাহবুব