“যুবদের জাগরন, বাংলাদেশের উন্নয়ন” এ স্লোগানকে সামনে রেখে নেত্রকোনায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নেত্রকোনা পৌর শহরের পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য যুব র্যালি বের হয়। র্যালিটি বিজিবি ক্যাম্প সড়ক প্রদক্ষিণ করে সাকুয়া যুব উন্নয়ন কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এ সময় র্যালিতে নেতৃত্বদেন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম। পরে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসটির শুভ উদ্বোধন ঘোষনা করা হয়।
উদ্বোধন শেষে যুব উন্নয়ন হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি ও আলোচনা সভায় যুব উন্নয়নের সকল প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। আলোচনা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/১ নভেম্বর ২০১৭/হিমেল