“যুবদের জাগরণ বাংলাদেশের উন্নয়ন” এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে র্যালি আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি ও যুব ঋন বিতরণ, যৌতুক ও বাল্য বিবাহ ও মাদক বিরোধী স্বাক্ষরের আয়োজন করা হয়।
র্যালি ও রক্তদান কর্মসূচি উদ্ধোধন করেন জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম, জেলা পরিষদের নির্বাহী প্রধান ড. মাহে আলম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক জসিম উদ্দিন আহাম্মদ খান, ডেপুটি ডাইরেক্টর আবু তাহের, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নার্গিস আরা, সন্ধানী ডোনার ক্লাব নোয়াখালীর সাধারণ সম্পাদক মখছুদুল হক, সদর উপজেলার ক্রেডিট সুপার ভাইজার মো. ফজলুল হক, অফিস সহকারী আবদুল হালিম, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নাজমা সিদ্দিকা।
সন্ধানী ডোনার ক্লাবের উদ্যোগে রক্তদান কর্মসূচিতে নারী ও পুরুষ স্বেচ্ছায় রক্তদান করে এবং সদরে ১২ জন যুব ও যুব নারীকে ৬ লক্ষ ৭৫ হাজার টাকার যুব ঋণ বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/০১ নভেম্বর, ২০১৭/মাহবুব