চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার হাজারবিঘী চাঁদপুর এলাকার একটি আমবাগান থেকে আগ্নেয়াস্ত্রসহ দুই জনকে আটক করেছে র্যাব। আটককৃতরা হল শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর রিফুজিপাড়ার ফিরোজ আহম্মেদের ছেলে জমিন আলী (৩০) ও মৃত সেতাব উদ্দিনের ছেলে রুবেল হোসেন (২৩)।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে হাজারবিঘী চাঁদপুর বকরী বাজার এলাকায় অভিযান চালানো হয়। ওই এলাকার একটি আমবাগান থেকে জমিন ও রুবেলকে আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে দুটি পিস্তুল, চারটি ম্যাগাজিন জব্দ করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/১ নভেম্বর, ২০১৭/ফারজানা