সিলেটের বিশ্বনাথ উপজেলায় বাড়ির পার্শ্ববর্তী নদী তীর থেকে ফয়জুল ইসলাম (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ দুপুরে এ লাশ উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।
ফয়জুল উপজেলার দক্ষিণ মীরেরচর (মোল্লাবাড়ি) গ্রামের মোজাহিদ আলীর ছেলে।
ফয়জুলের বড় ভাই মুহিবুল ইসলাম জানান, মঙ্গলবার (৩১ নভেম্বর) সন্ধ্যা থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। দীর্ঘদিন থেকে সে মৃগীরোগে ভুগছিল। পথচারী থেকে শুনে সকালে আমরা দক্ষিণ মীরেরচর সরিষপুর গনি মিয়া মার্টের সামনের চরচন্ডী নদী তীরে তার লাশ দেখতে পাই। এ ঘটনায় আমি অপমৃত্যু মামলা (১৬) দিয়েছি।
এ ব্যাপারে বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই মিজানুর রহমান বলেন, লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
বিডি প্রতিদিন/১ নভেম্বর ২০১৭/হিমেল