এক স্কুল ছাত্রীকে উত্যক্তের অপরাধে মাদারীপুরের শিবচরে দুই কলেজ ছাত্রকে ১৫ দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে তাদের এ দণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, জেলার শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের হাজেরা খাতুন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে দীর্ঘদিন ধরে একই ইউনিয়নের এনায়েত হোসেন ও তার সহযোগি রানা মিয়া প্রায়ই উত্যক্ত করতো। বুধবার সকালে ওই স্কুলছাত্রী বিদ্যালয়ে আসার পর অসুস্থ বোধ করায় ছুটি নিয়ে বাড়ি ফিরছিল। পথে এনায়েত ও রানা তার গতিরোধ করে হাত ধরে টানাটানি করে। এসময় স্কুল ছাত্রী চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে এনায়েত ও রানাকে আটক করে পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এনায়েত ও রানাকে আটক করে। পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান আহমেদ দুই কলেজ ছাত্র এনায়েত হোসেন ও তার সহযোগী রানাকে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করেন।
বিডি প্রতিদিন/১ নভেম্বর ২০১৭/হিমেল